top of page

রান্নাঘরের টিপস #১ : আরশোলার উপদ্রব


"রান্না" ---- শিল্পকলা যেখানে পূর্ণ বিকাশ পায় তা আমাদের রান্নাঘর | পরিবারের সবার জন্য বা বাড়িতে আসা অতিথিদের জন্য সমস্ত রকম খাবার তৈরি করি আমরা আমাদের রান্নাঘরে |


তাই সবার সুস্থতার কথা ভেবে, আমরা চাইব যেন সবসময় আমাদের রান্নাঘর পরিষ্কার আর জীবাণু মুক্ত থাকে | যেমন রান্নাঘর যতই পরিষ্কার করি না কেন ঠিক আরশোলারা গুটি গুটি পায় গ্যাসের পাইপে, বেসিনের পাইপে, বিভিন্ন ক্যাবিনেটে জড়ো হবেই হবে |


খুব সহজ পদ্ধতিতে রান্নার একটি উপকরণ দিয়েই আমরা আরশোলা তাড়াবো | রাতে খাওয়া-দাওয়া ও রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে কয়েকটা তেজপাতা নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, আর রান্না ঘরের কোনায় কোনায় যেমন গ্যাস রাখার জায়গায়, বেসিনের নিচে, রান্নার কাউন্টারের ওপরে ছড়িয়ে দিতে হবে | তারপর দেখুন ম্যাজিক ! রোজ রোজ এই ভাবে দিতে দিতে উধাও হবে আরশোলা | যেমন ভাবে এসেছিলো, সেভাবেই আবার ফিরে যাবে |

22 views0 comments

Commentaires


bottom of page